
হুলহুলিয়া সরকারী উচ্চ বিদ্যালয়
সিংড়া উপজেলা থেকে পায়ে হাঁটা রাস্তায় ছ্য় কিলোমিটার পথ হল হুলহুলিয়া গ্রাম। প্রাথমিক শিক্ষা একজন মানুষের তার জিবনের মৌলিক শিক্ষার শুরু। এই শিক্ষা কে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন উচ্চ বিদ্যালয়। তাই এই গ্রামে একটি উচ্চ বিদ্যালয় স্থপনের জন্য বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোঃ ফরিদ উদ্দিন শাহ এর অক্লান্ত পরিশ্রমে এবং সকল গ্রামবাসীর সহযোগিতায় ১৯৬৬ সালে মরহুম আমীর আলী সরদার এবং মরহুম জুমুর আলী সরদারের দানকৃত জায়গায় হুলহুলিয়া উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়। হুলহুলিয়া গ্রামের প্রথম বি.এস.সি(১৯১৪) মরহুম মছির উদ্দিন মৃধার সুদীর্ঘ উনিশ(১৯) বছরের বিনা পারিশ্রমিকে গড়ে উঠেছে আজকের হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়।
নিন্মে হুলহুলিয়া উচ্চবিদ্যালয়ে বর্তমানে কর্মরত সম্মানিত শিক্ষক/শিক্ষিকা এবং কর্মচারী বৃন্দের তালিকা দেয়া হলঃ
ক্রমিক নং শিক্ষাক/শিক্ষিকার নাম পদবী
০১ সনজিৎ কুমার প্রাং প্রাধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
০২ মোঃ ইয়াকুব আলী সহঃ শিক্ষক
০৩ এস.এম. জমসেদ আলী সহঃ শিক্ষক
০৪ সন্তোস কুমার শীল সহঃ শিক্ষক
০৫ মোঃ বাবুল প্রামানিক সহঃ শিক্ষক
০৬ মোছাঃ হীরা বানু শাহ সহঃ শিক্ষিকা
০৭ মোঃ মোস্তাফিজুর রহমান সহঃ শিক্ষক
০৮ মোছাঃ সাফিয়া খাতুন সহঃ শিক্ষিকা
০৯ মোঃ সামছুল ইসলাম সহঃ শিক্ষক
১০ মোঃ রাশেদুল ইসলাম সহঃ শিক্ষক
১১ মোঃ আল তৌফিক গ্রন্থাগারিক
১২ মোঃ মাহাবুব আলী দপ্তরী
১৩ মোঃ হাছেন আলী প্রহরী
এ ছাড়াও হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য একটি পরিচালনা কমিটি আছে। নিম্মে বর্তমানে কমিটির সদস্যের তালিকা দেয়া হলঃ
ক্রমিক নং কমিটির সদস্যের নাম পদবী
০১ মোঃ মোস্তাফিজুর রহমান মৃধা সভাপতি
০২ মোঃ নজ্ররুল ইসলাম তালুকদার বিদ্যাৎসাহী
০৩ মোঃ মুনছুর রহমান সরদার দাতা সদস্য
০৪ মোঃ সাইফুল ইসলাম সরদার অবিভাবক সদস্য
০৫ মোঃ আলমগীর তালুকদার অবিভাবক সদস্য
০৬ মোঃ আঃ সাত্তার(আবুল) সরদার অবিভাবক সদস্য
০৭ মোঃ সুফিয়া বেওয়া বিধবা সদস্য
০৮ মোঃ বাবুল প্রামানিক শিক্ষক প্রতিনিধি
০৯ মোঃ এস.এম. জমসেদ আলী শিক্ষক প্রতিনিধি
১০ মোছাঃ সাফিয়া খাতুন শিক্ষক প্রতিনিধি
১১ সনজিৎ কুমার প্রাং প্রচার সম্পাদক