হুলহুলিয়া ডায়মন্ড ক্লাব
হুলহুলিয়া ডায়মন্ড ক্লাব
হুলহুলিয়া গ্রামের সাংস্কৃতিক অঙ্গণে সবচেয়ে আলোচিত নাম দি-হুলহুলিয়া ডায়মন্ড ক্লাব৷ ১৯৪৪ সালে জনাব মোঃ মফিজ উদ্দিন প্রামানিক (হেড পন্ডিত) এর নেতৃত্বে এবং গ্রামের সকলের সার্বিক প্রচেষ্ঠায় দি হুলহুলিয়া ডায়মন্ড ক্লাব প্রতিষ্ঠিত হয়৷ প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই ক্লাবটি অত্র গ্রামের সকল জনগণের একমাত্র বিনোদন কেন্দ্র হিসাবে পরিচালিত হয়ে আসছে৷ এসএসসি পাশের পূর্বে কেহই এ ক্লাবের সদস্য হতে পারেন না৷ ফুটবল, ক্রিকেট, ভলিবল, হা-ডু-ডু, নৌকা বাইচ, পাশা সহ সকল ক্রীড়া নৈপূন্যের এক সৃষ্টিশীল আবাসভূমি হলো এই ক্লাব৷ সাংস্কৃতিক অনুষ্ঠান, পালা গান, বাউল গান, জারী গান, মাদারের গান, যাত্রাপালা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে গ্রামবাসীকে বিনোদন সেবা প্রদান করে আসছে এই ঐতিহ্যবাহী প্রাচীন ক্লাবটি৷ গ্রাম ছাড়া উপজেলা এবং জেলার বাইরেও এ ক্লাবের ক্রীড়া সাফল্য রয়েছে৷ বর্তমানে এ ক্লাবের কর্নধার এবং সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব মোঃ হেদায়েতুল ইসলাম (হায়দার) সরদার সহ তের (১৩) সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি৷
হুলহুলিয়া গ্রামের সাংস্কৃতিক অঙ্গণে সবচেয়ে আলোচিত নাম দি-হুলহুলিয়া ডায়মন্ড ক্লাব৷ ১৯৪৪ সালে জনাব মোঃ মফিজ উদ্দিন প্রামানিক (হেড পন্ডিত) এর নেতৃত্বে এবং গ্রামের সকলের সার্বিক প্রচেষ্ঠায় দি হুলহুলিয়া ডায়মন্ড ক্লাব প্রতিষ্ঠিত হয়৷ প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই ক্লাবটি অত্র গ্রামের সকল জনগণের একমাত্র বিনোদন কেন্দ্র হিসাবে পরিচালিত হয়ে আসছে৷ এসএসসি পাশের পূর্বে কেহই এ ক্লাবের সদস্য হতে পারেন না৷ ফুটবল, ক্রিকেট, ভলিবল, হা-ডু-ডু, নৌকা বাইচ, পাশা সহ সকল ক্রীড়া নৈপূন্যের এক সৃষ্টিশীল আবাসভূমি হলো এই ক্লাব৷ সাংস্কৃতিক অনুষ্ঠান, পালা গান, বাউল গান, জারী গান, মাদারের গান, যাত্রাপালা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে গ্রামবাসীকে বিনোদন সেবা প্রদান করে আসছে এই ঐতিহ্যবাহী প্রাচীন ক্লাবটি৷
ক্রমিক নং কমিটির সদস্যের নাম পদবী
০১ মোঃ হেদায়েতুল ইসলাম (হায়দার) সভাপতি
০২ মোঃ জাকেরুল ইসলাম (পুটু) প্রামানিক সাধারণ সম্পাদক
০৩ মোঃ আকমল সরদার ক্যাশিয়ার
০৪ মোঃ আফজাল হোসেন প্রামানিক ক্রীড়া সম্পাদক
০৫ মোঃ সালাউদ্দিন সরদার সহকারী ক্রীড়া সম্পাদক
০৬ মোঃ আঃ সাত্তার (আবুল) সরদার নাট্য সম্পাদক
০৭ মোঃ আলমগীর তালুকদার সহকারী নাট্য সম্পাদক
০৮ মোঃ আল্ তৌফিক (পরশ) প্রামানিক ধর্ম সম্পাদক
০৯ মোঃ মিন্টু প্রামানিক সমাজ কল্যাণ
১০ মোঃ মুনছের সরদার সহকারী সমাজ কল্যাণ
১১ মোঃ মোফাজ্জল হোসেন প্রামানিক গ্রন্থাগারিক
১২ মোঃ জগলুল হোসেন চংদার বিশেষ সদস্য
১৩ মোঃ আসাদুজ্জামান (খায়রুল) প্রামানিক বিশেষ সদস্য