প্রতিষ্ঠানসমূহ

কবরস্থান উন্নয়ন কমিটি

গোরস্থান উন্নয়ন পরিষদ

চলন বিলের একটি প্রত্যন্ত এলাকায় অত্যন্ত ঘনবসতিপূর্ণ গ্রামের নাম হুলহুলিয়া৷ পূর্বে এ গ্রামের প্রায় তিন চার মাস ব্যাপি জলমগ্ন থাকতো৷ যে কারণে পারিবারিক গোরস্থান হিসাবে পুকুর পার, ভিটাবাড়ীকেই কবর স্থান হিসাবে বিবেচনা করা হতো৷ এ অবস্থার নিরসনের জন্য জনাব মোঃ আফতাব উদ্দিন মৃধা, জনাব মোঃ আশরাফুল ইসলাম সরদার (আমজাদ কাব্লি) সহ গ্রামের নিবেদিত কিছু লোকের নিরবিচ্ছন্ন প্রচেষ্টা এবং জনাব মোঃ আবুল কালাম আজাদ মৃধা, জনাব মোঃ জাফের আলী প্রামানিক, জনাব মোঃ আহসান আলী মন্ডলসহ হুলহুলিয়ার সামাজিক উন্নয়ন পরিষদের অনুদানের মাধ্যমে প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে ছায়াশীতল সবুজ ঘেরা এক কবর স্থান৷ যেখানে চির শয্যায় শায়িত আছেন আধুনিক হুলহুলিয়ার রূপকার জনাব মোঃ হানিফ উদ্দিন তালুকদার, জনাব মোঃ আশরাফুল ইসলাম সরদার সহ আমাদের সবচেয়ে কাছের আপনজনরা৷ স্বজনদের জন্য অশ্রুশিক্ত ভালবাসা বার বার আমাদের মনকে আন্দোলিত করে, যখনই তাঁদেরকে মনে পড়ে, তখনই মনের অজান্তে ফিরে যাই আমাদের চেনা জানা সেই কবরস্থানে৷ এ কবরস্থানের দেখাশুনা, পরিস্কার-পরিচ্ছন্ন এবং উন্নয়নের জন্য জনাব মোঃ মিজানূর রহমান বাবুল সরদারের নেতৃত্বে একঝাঁক সাদা মনের তরুণ নিবেদিত আছেন অতন্দ্র প্রহরীর মতো৷

গোরস্থান কমিটি

ক্রমিক নংকমিটির সদস্যের নামপদবী
০১মোঃ মিজানুর রহমান বাবুল সরদারসভাপতি
০২মোঃ সরওয়ার-ই-আজম বেলাল মৃধাসহ-সভাপতি
০৩মোঃ আব্দুল করিম প্রমানিকসদস্য
০৪মোঃ আব্দুল গফুর প্রামানিকসদস্য
০৫মোঃ আব্দুর রাজ্জাক চংদারসদস্য
০৬মোঃ শরিফূল ইসলাম মিলন প্রমানিকসদস্য