মুক্তিযোদ্ধা
হুলহুলিয়া গ্রামের অকুতভয় বীর সৈনিক যাঁরা দেশের স্বাধীনতার জন্য সম্মুখ যুদ্ধে অংশগ্রহন করে দেশকে স্বাধীন করেছে৷ আমরা হৃদয় থেকে গভীরভারে শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধ্া শহীদ রফিকুল ইসলাম শেলী যিনি স্বাধীনতা সংগ্রামে সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছেন৷
ক্রমিক নং | বীর মুক্তিযোদ্ধাদের নাম | পিতার নাম |
---|---|---|
০১ | মোঃ আব্দুল মালেক প্রামানিক | মৃত- হামেদ আলী প্রামানিক |
০২ | মোঃ আনোয়ার মলি্লক | মৃত- আরাম মলি্লক |
০৩ | মোঃ মাইনুল ইসলাম তালুকদার | মৃত- ছায়তুল্লাহ প্রামানিক |
০৪ | মোঃ আদেশ আলী | মৃত- কেফাতুল্লা ফকির |
০৫ | মোঃ আব্দুল গফুর তালুকদার | মৃত- হাবেজ উদ্দিন তালুকদার |
০৬ | মোঃ খায়রুল ইসলাম | মৃত- ময়িজ উদ্দিন তালুকদার |
০৭ | ডাঃ মোঃ আঃ মতিন (মন্টু) তালুকদার | মৃত- জাফর আলী তালুকদার |
০৮ | মরহুম বাদেশ আলী মৃধা | মৃত- জসিম উদ্দিন মৃধা |
০৯ | মরহুম রফিকুল ইসলাম শেলী | মৃত- ছবেদ আলী প্রামানিক |
১০ | মরহুম মোহতাব উদ্দিন | মৃত- ময়েজ উদ্দিন |
১১ | মরহুম ভিক্ষা ফকির | মৃত- কেফাতুল্লা ফকির |