বাজার উন্নয়ন কমিটি
হুলহুলিয়া বাজারের পূর্বের বরাদ্দকৃত কোন দোকান মালিক ব্যবসা না করার সিদ্ধান্ত নিলে উক্ত দোকান ঘরের পজিশন বাজার কমিটর নিকট ছাড়িয়া দিতে হইবে৷ বাজার কমিটি তাহাদের সিদ্ধান্ত মোতাবেক দোকান মালিকের দোকান ঘরের খরচাদী আনুমানিক হিসাব করিয়া যতদুর সম্ভব মূল্যে পরিশোধ করিবেন৷ যদি কোন দোকান মালিক নিজে উক্ত ঘর কাহারো নিজট নিজ দায়িত্বে বিক্রয় করেন তাবে বাজার কমিটি অবগতির পর পয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিয়া দোকন ঘর কমিটির হেফাজতে নিবেন৷ ব্যবসা সংক্রান্ত কোন দুর্ঘটনা বা মারামারি ঘটলে বাজার কমিটির চেয়ারম্যান সাহেব সঙ্গে সঙ্গে তাহার ফায়সালা বা বিচার করিবেন৷ নৈশ প্রহরী ও আলোর ব্যবস্থা বাজার কমিটির চেয়ারম্যান সাহেবকে গ্রহণ করিতে হইবে৷ নৈশ প্রহরীর মাসিক বেতন বাজারের প্রত্যেক দোকন মালিককে কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রদান করিতে হইবে৷ কমিটি প্রয়োজনে গ্রামের সাহায্য নিতে পারেন৷ কমিটির সকল সিদ্ধান্তই চুড়ান্ত বলিয়া বিবেচিত হইবে৷