গ্রামের মসজিদ

হুলহুলিয়া গ্রামের শতভাগ মানুষ মুসলমান৷ ধর্মের প্রতি অত্যন্ত সংবেদনশীল ও ধর্মভীরু, তবে ধর্মান্ধ নয়৷ ইসলাম কর্তৃক নির্দেশিত পথে নিজে অনুসরণ এবং অন্যকে অনুকরণ করতে সদা সচেষ্ট৷ এ উদ্দেশ্যকে সামনে রেখে মরহুম সমতুল্ল্যাহ প্রামানিক সর্বপ্রথম ১৩১৭ বঙ্গাব্দ মোতাবেক ১৯১০ সালে আধুনিক স্থাপত্য শিল্পের নিদর্শন একটি সুরম্য পাকা মসজিদ নির্মাণ করেন৷ নির্মাণপূর্ব এ মসজিদের ব্যয় নির্বাহ করার জন্য তিনি প্রায় ষোল বিঘা জমি এককালীন দান করে যান৷ মরহুম সমতুল্ল্যাহ প্রামানিক জীবদ্বশায় পর্যন্ত তিঁনি এ মসজিদের মোয়াজ্জিম এর দায়িত্ব পালন করেন৷ এ ছাড়াও আরো অনেক দানবীর ব্যক্তি এ মসজিদের জন্য জমি দান করেছেন৷ বর্তমানে মসজিদের মোট জমির পরিমান ২৬ বিঘা৷ গ্রামবাসীর নামাজের স্থান সংকলন না হওয়ায় সকল গ্রামবাসীর সক্রিয় অংশগ্রহনে এবং আলহাজ্জ ডাঃ মোহাঃ শরফুল ইসলাম সরদার (বাচ্চু ডাক্তার) এর অনুদানে ১৯৭৪ সালে দ্বিতীয় বার এ মসজিদের পূনঃনির্মান করা হয়৷ প্রতি রমজান মাসে এ মসজিদে খতমে তারাবিহ অনুষ্ঠিত হয়৷ এ বছর (২০১১) মসজিদের আরো আধুনিকায়ন করার জন্য তৃতীয় বারের মতো পূর্ননির্মানের কাজ এগিয়ে চলছে৷ এ পবিত্র ঘরটি দেখাশুনা এবং উন্নায়নমূলক কর্মকান্ডের জন্য জনাব আলহাজ্ব মোঃ হাবিবুর রহমনের নেতৃত্বে ১১ সদস্যের নিবেদিত মানুষ হুলহুলিয়া গ্রামের ধর্মপ্রান মানুষের সেবায় নিয়োজিত আছেন৷