উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

মরহুম মফিজ উদ্দিন আহমেদ “হেড পন্ডিত” (১৯১৪ – ১৯৮৯)

বাংলাদেশের রুপকথার গ্রাম নাটোর জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নে অবস্থিত হুলহুলিয়া ( Hulhulia) গ্রামের “হেড পন্ডিত” নামে খ্যাত জানাব মরহুম মফিজ উদ্দিন আহমেদ ১৯৩২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতায় মেট্রিকুলেশন পাশ করার পর, রংপুর শহর হতে ভার্নাকুলার প্রশিক্ষণ নেন। বেশকিছু লোভনীয় চাকরি পেয়েও, কিছু দিন তা করার পর, পিতা গোলাম মহিউদ্দিন এর আহবানে নিজ গ্রামে ফিরে আসেন এবং গ্রামে শিক্ষকতা শুরু করেন (যার সময়কাল দীর্ঘ প্রায় ৪৩ বছর)।

Continue reading

জনাব এম এম রহমত উল্লাহ্

বাংলাদেশের রুপকথার গ্রাম নাটোর জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নে অবস্থিত হুলহুলিয়া ( Hulhulia) গ্রামের “হেড পন্ডিত” নামে খ্যাত জানাব মরহুম মফিজ উদ্দিন আহমেদ ১৯৩২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতায় মেট্রিকুলেশন পাশ করার পর, রংপুর শহর হতে ভার্নাকুলার প্রশিক্ষণ নেন। বেশকিছু লোভনীয় চাকরি পেয়েও, কিছু দিন তা করার পর, পিতা গোলাম মহিউদ্দিন এর আহবানে নিজ গ্রামে ফিরে আসেন এবং গ্রামে শিক্ষকতা শুরু করেন (যার সময়কাল দীর্ঘ প্রায় ৪৩ বছর)।

Continue reading

জসীম উদ্দিন মণ্ডল (১৮৯০- ১৯৮৮)

হুলহুলিয়া গ্রামের শতভাগ মানুষ মুসলমান৷ ধর্মের প্রতি অত্যন্ত সংবেদনশীল ও ধর্মভীরু, তবে ধর্মান্ধ নয়৷ ইসলাম কর্তৃক নির্দেশিত পথে নিজে অনুসরণ এবং অন্যকে অনুকরণ করতে সদা সচেষ্ট৷ এ উদ্দেশ্যকে সামনে রেখে মরহুম সমতুল্ল্যাহ প্রামানিক

Continue reading