প্রতিষ্ঠানসমূহ

হুলহুলিয়া ডায়মন্ড ক্লাব

হুলহুলিয়া গ্রামের সাংস্কৃতিক অঙ্গণে সবচেয়ে আলোচিত নাম দি-হুলহুলিয়া ডায়মন্ড ক্লাব৷ ১৯৪৪ সালে জনাব মোঃ মফিজ উদ্দিন প্রামানিক (হেড পন্ডিত) এর নেতৃত্বে এবং গ্রামের সকলের সার্বিক প্রচেষ্ঠায় দি হুলহুলিয়া ডায়মন্ড ক্লাব প্রতিষ্ঠিত হয়৷ প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই ক্লাবটি অত্র গ্রামের সকল জনগণের একমাত্র বিনোদন কেন্দ্র হিসাবে পরিচালিত হয়ে আসছে৷ এসএসসি পাশের পূর্বে কেহই এ ক্লাবের সদস্য হতে পারেন না৷ ফুটবল, ক্রিকেট, ভলিবল, হা-ডু-ডু, নৌকা বাইচ, পাশা সহ সকল ক্রীড়া নৈপূন্যের এক সৃষ্টিশীল আবাসভূমি হলো এই ক্লাব৷ সাংস্কৃতিক অনুষ্ঠান, পালা গান, বাউল গান, জারী গান, মাদারের গান, যাত্রাপালা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে গ্রামবাসীকে বিনোদন সেবা প্রদান করে আসছে এই ঐতিহ্যবাহী প্রাচীন ক্লাবটি৷ গ্রাম ছাড়া উপজেলা এবং জেলার বাইরেও এ ক্লাবের ক্রীড়া সাফল্য রয়েছে৷ বর্তমানে এ ক্লাবের কর্নধার এবং সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব মোঃ হেদায়েতুল ইসলাম (হায়দার) সরদার সহ তের (১৩) সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি৷

হুলহুলিয়া গ্রামের সাংস্কৃতিক অঙ্গণে সবচেয়ে আলোচিত নাম দি-হুলহুলিয়া ডায়মন্ড ক্লাব৷ ১৯৪৪ সালে জনাব মোঃ মফিজ উদ্দিন প্রামানিক (হেড পন্ডিত) এর নেতৃত্বে এবং গ্রামের সকলের সার্বিক প্রচেষ্ঠায় দি হুলহুলিয়া ডায়মন্ড ক্লাব প্রতিষ্ঠিত হয়৷ প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই ক্লাবটি অত্র গ্রামের সকল জনগণের একমাত্র বিনোদন কেন্দ্র হিসাবে পরিচালিত হয়ে আসছে৷ এসএসসি পাশের পূর্বে কেহই এ ক্লাবের সদস্য হতে পারেন না৷ ফুটবল, ক্রিকেট, ভলিবল, হা-ডু-ডু, নৌকা বাইচ, পাশা সহ সকল ক্রীড়া নৈপূন্যের এক সৃষ্টিশীল আবাসভূমি হলো এই ক্লাব৷ সাংস্কৃতিক অনুষ্ঠান, পালা গান, বাউল গান, জারী গান, মাদারের গান, যাত্রাপালা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে গ্রামবাসীকে বিনোদন সেবা প্রদান করে আসছে এই ঐতিহ্যবাহী প্রাচীন ক্লাবটি৷

হুলহুলিয়া ডায়মন্ড ক্লাব এর সদস্যগণ

ক্রমিক নংকমিটির সদস্যের নামপদবী
০১মোঃ হেদায়েতুল ইসলাম (হায়দার)সভাপতি
০২মোঃ জাকেরুল ইসলাম (পুটু) প্রামানিকসাধারণ সম্পাদক
০৩মোঃ আকমল সরদারক্যাশিয়ার
০৪মোঃ আফজাল হোসেন প্রামানিকক্রীড়া সম্পাদক
০৫মোঃ সালাউদ্দিন সরদারসহকারী ক্রীড়া সম্পাদক
০৬মোঃ আঃ সাত্তার (আবুল) সরদারনাট্য সম্পাদক
০৭মোঃ আলমগীর তালুকদারসহকারী নাট্য সম্পাদক
০৮মোঃ আল্ তৌফিক (পরশ) প্রামানিকধর্ম সম্পাদক
০৯মোঃ মিন্টু প্রামানিকসমাজ কল্যাণ
১০মোঃ মুনছের সরদারসহকারী সমাজ কল্যাণ
১১মোঃ মোফাজ্জল হোসেন প্রামানিকগ্রন্থাগারিক
১২মোঃ জগলুল হোসেন চংদারবিশেষ সদস্য
১৩মোঃ আসাদুজ্জামান (খায়রুল) প্রামানিকবিশেষ সদস্য