হুলহুলিয়া ডাকঘর

সিংড়া উপজেলা থেকে আঁকা বাঁকা পায়ে হাটা রাস্থায় ছয় কিলোমিটারের পথ হলো হুলহুলিয়া গ্রাম৷ এ গ্রামে একটি ডাকঘর স্থাপনের জন্যশিক্ষা অনুরাগী জনাব মোঃ মফিজ উদ্দিন প্রামানিক (হেড পুন্ডিত)এর অক্লান্ত পরিশ্রমে এবং সকল গ্রামবাসীর সহযোগীতায় ১৯৫৬ সালে ডাকঘরটি স্থাপিত হয়৷এ ডাকঘরটির প্রথম পোষ্টমাষ্টার হিসাবে দায়িত্ব পালন করেন মরহুম রবিউল্লাহ সরদার এবং এ সময় দীর্ঘদিন ডাকহরকর এর দায়িত্ব পালন করেন মরহুম মমতাজ আলী সরদার৷ এছাড়া এ ডাকঘরের দীর্ঘদিন ধরে পোষ্ট মাষ্টারের দায়িত্ব পালন করেছেন মরহুম আজিুজুল হক শাহ এবং ডাকহরকর এর দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন মরহুম ইস্মাইল হোসেন সোনার৷ বর্তমানে এ ডাকঘরটির পোষ্ট মাষ্টারের দায়িত্ব পালন করছেন জনাব মোঃ ফজলুর রহমান (দুলাল) খন্দকার৷