হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়

সিংড়া উপজেলা থেকে পায়ে হাঁটা রাস্তায় ছ্য় কিলোমিটার পথ হল হুলহুলিয়া গ্রাম। প্রাথমিক শিক্ষা একজন মানুষের তার জিবনের মৌলিক শিক্ষার শুরু। এই শিক্ষা কে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন উচ্চ বিদ্যালয়। তাই এই গ্রামে একটি উচ্চ বিদ্যালয় স্থপনের জন্য বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোঃ ফরিদ উদ্দিন শাহ এর অক্লান্ত পরিশ্রমে এবং সকল গ্রামবাসীর সহযোগিতায় ১৯৬৬ সালে মরহুম আমীর আলী সরদার এবং মরহুম জুমুর আলী সরদারের দানকৃত জায়গায় হুলহুলিয়া উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়। হুলহুলিয়া গ্রামের প্রথম বি.এস.সি(১৯১৪) মরহুম মছির উদ্দিন মৃধার সুদীর্ঘ উনিশ(১৯) বছরের বিনা পারিশ্রমিকে গড়ে উঠেছে আজকের হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়।

নিন্মে হুলহুলিয়া উচ্চবিদ্যালয়ে বর্তমানে কর্মরত সম্মানিত শিক্ষক/শিক্ষিকা এবং কর্মচারী বৃন্দের তালিকা দেয়া হলঃ

ক্রমিক নংশিক্ষাক/শিক্ষিকার নামপদবী
০১সনজিৎ কুমার প্রাংপ্রাধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
০২মোঃ ইয়াকুব আলীসহঃ শিক্ষক
০৩এস.এম. জমসেদ আলীসহঃ শিক্ষক
০৪সন্তোস কুমার শীলসহঃ শিক্ষক
০৫মোঃ বাবুল প্রামানিকসহঃ শিক্ষক
০৬মোছাঃ হীরা বানু শাহসহঃ শিক্ষিকা
০৭মোঃ মোস্তাফিজুর রহমানসহঃ শিক্ষক
০৮মোছাঃ সাফিয়া খাতুনসহঃ শিক্ষিকা
০৯মোঃ সামছুল ইসলামসহঃ শিক্ষক
১০মোঃ রাশেদুল ইসলামসহঃ শিক্ষক
১১মোঃ আল তৌফিকগ্রন্থাগারিক
১২মোঃ মাহাবুব আলীদপ্তরী
১৩মোঃ হাছেন আলীপ্রহরী

এ ছাড়াও হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য একটি পরিচালনা কমিটি আছে। নিম্মে বর্তমানে কমিটির সদস্যের তালিকা দেয়া হলঃ

ক্রমিক নংকমিটির সদস্যের নামপদবী
০১মোঃ মোস্তাফিজুর রহমান মৃধাসভাপতি
০২মোঃ নজ্ররুল ইসলাম তালুকদারবিদ্যাৎসাহী
০৩মোঃ মুনছুর রহমান সরদারদাতা সদস্য
০৪মোঃ সাইফুল ইসলাম সরদারঅবিভাবক সদস্য
০৫মোঃ আলমগীর তালুকদারঅবিভাবক সদস্য
০৬মোঃ আঃ সাত্তার(আবুল) সরদারঅবিভাবক সদস্য
০৭মোঃ সুফিয়া বেওয়াবিধবা সদস্য
০৮মোঃ বাবুল প্রামানিকশিক্ষক প্রতিনিধি
০৯মোঃ এস.এম. জমসেদ আলীশিক্ষক প্রতিনিধি
১০মোছাঃ সাফিয়া খাতুনশিক্ষক প্রতিনিধি
১১সনজিৎ কুমার প্রাংপ্রচার সম্পাদক