সিংড়া উপজেলা থেকে পায়ে হাঁটা রাস্তায় ছ্য় কিলোমিটার পথ হল হুলহুলিয়া গ্রাম। প্রাথমিক শিক্ষা একজন মানুষের তার জিবনের মৌলিক শিক্ষার শুরু। এই শিক্ষা কে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন উচ্চ বিদ্যালয়। তাই এই গ্রামে একটি উচ্চ বিদ্যালয় স্থপনের জন্য বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোঃ ফরিদ উদ্দিন শাহ এর অক্লান্ত পরিশ্রমে এবং সকল গ্রামবাসীর সহযোগিতায় ১৯৬৬ সালে মরহুম আমীর আলী সরদার এবং মরহুম জুমুর আলী সরদারের দানকৃত জায়গায় হুলহুলিয়া উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়। হুলহুলিয়া গ্রামের প্রথম বি.এস.সি(১৯১৪) মরহুম মছির উদ্দিন মৃধার সুদীর্ঘ উনিশ(১৯) বছরের বিনা পারিশ্রমিকে গড়ে উঠেছে আজকের হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়।
মাদ্রাসা
19
May