প্রতিষ্ঠানসমূহ

মসজিদ

হুলহুলিয়া গ্রামের শতভাগ মানুষ মুসলমান৷ ধর্মের প্রতি অত্যন্ত সংবেদনশীল ও ধর্মভীরু, তবে ধর্মান্ধ নয়৷ ইসলাম কর্তৃক নির্দেশিত পথে নিজে অনুসরণ এবং অন্যকে অনুকরণ করতে সদা সচেষ্ট৷ এ উদ্দেশ্যকে সামনে রেখে মরহুম সমতুল্ল্যাহ প্রামানিক সর্বপ্রথম ১৩১৭ বঙ্গাব্দ মোতাবেক ১৯১০ সালে আধুনিক স্থাপত্য শিল্পের নিদর্শন একটি সুরম্য পাকা মসজিদ নির্মাণ করেন৷ নির্মাণপূর্ব এ মসজিদের ব্যয় নির্বাহ করার জন্য তিনি প্রায় ষোল বিঘা জমি এককালীন দান করে যান৷ মরহুম সমতুল্ল্যাহ প্রামানিক জীবদ্বশায় পর্যন্ত তিঁনি এ মসজিদের মোয়াজ্জিম এর দায়িত্ব পালন করেন৷ এ ছাড়াও আরো অনেক দানবীর ব্যক্তি এ মসজিদের জন্য জমি দান করেছেন৷ বর্তমানে মসজিদের মোট জমির পরিমান ২৬ বিঘা৷ গ্রামবাসীর নামাজের স্থান সংকলন না হওয়ায় সকল গ্রামবাসীর সক্রিয় অংশগ্রহনে এবং আলহাজ্জ ডাঃ মোহাঃ শরফুল ইসলাম সরদার (বাচ্চু ডাক্তার) এর অনুদানে ১৯৭৪ সালে দ্বিতীয় বার এ মসজিদের পূনঃনির্মান করা হয়৷ প্রতি রমজান মাসে এ মসজিদে খতমে তারাবিহ অনুষ্ঠিত হয়৷ এ বছর (২০১১) মসজিদের আরো আধুনিকায়ন করার জন্য তৃতীয় বারের মতো পূর্ননির্মানের কাজ এগিয়ে চলছে৷ এ পবিত্র ঘরটি দেখাশুনা এবং উন্নায়নমূলক কর্মকান্ডের জন্য জনাব আলহাজ্ব মোঃ হাবিবুর রহমনের নেতৃত্বে ১১ সদস্যের নিবেদিত মানুষ হুলহুলিয়া গ্রামের ধর্মপ্রান মানুষের সেবায় নিয়োজিত আছেন৷

আমাদের মসজিদ কমিটি এর সদস্যগণ

ক্রমিক নংকমিটির সদস্যের নামপদবী
০১মোঃ আলহাজ্ব হাবিবুর রহমানসভাপতি
০২মোঃ আফছার উদ্দিন চন্দারসহঃ সভাপতি
০৩মোঃ মাসুদ রানা প্রামানিকসদস্য
০৪মোঃ মহিদুল ইসলাম প্রামানিকসদস্য
০৫মোঃ কবির শাহসদস্য
০৬মোঃ মোস্তাফিজুর রহমান মৃধাসদস্য
০৭মোঃ মিজানুর রহমান বাবুলসদস্য
০৮মোঃ আজাহার সরদারসদস্য
০৯মোঃ আরাম আলী প্রাংসদস্য
১০মোঃ আমজাদ আলী তাংসদস্য
১১মোঃ আনছার প্রাংসদস্য